ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বৃক্ষরোপণ ও বনায়নের জন্য বরাদ্দ পাচ্ছে ৩ পার্বত্য জেলা

প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৮ জুলাই ২০১৫

পার্বত্যাঞ্চলে বন ও পরিবেশ সংরক্ষণে আগামী অর্থবছর থেকে রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলায় বৃক্ষরোপণ ও বনায়নের জন্য বাজেটে আলাদা বরাদ্দ দেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার রাঙ্গামাটিতে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রণালয়টির দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এ কথা বলেন।

তিনি বন বিভাগসহ দায়িত্বশীল কর্তৃপক্ষকে বন ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বন সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণ ও সামাজিক বনায়নে জনগণকে সম্পৃক্ত করার অনুরোধ জানান।   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৫ সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং পার্বত্য এলাকাকে ফুলে-ফলে ভরা রাখতে বৃক্ষরোপণ অভিযান সফল করতে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বৃক্ষের জন্য নয়, আমাদের নিজেদের প্রয়োজনে গাছ লাগাতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের দীর্ঘ দু’যুগের সমস্যা সমাধানে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি করেছে। এতে পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান হয়ে আসছে।

ওই সময় জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে পার্বত্য তিন জেলার সংরক্ষিত মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য উন্নযন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি সার্কেলের বনসংরক্ষক মো. সামসুল আজম, রাঙ্গামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক একেএম হারুন-অর-রশিদ, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙ্গামাটি পৌরসভা মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো.তহিদুল ইসলাম। এর আগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গাছের চারা লাগিয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ অভিযান-২০১৫ উদ্বোধন করেন অতিথিরা। পরে শহরের প্রধান সড়কে এক বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে। মেলায় বসানো হয়েছে ২০টি স্টল।


সুশীল প্রসাদ চাকমা/এমজেড/এমআরআই