কালীগঞ্জে আরএফএল-এর নারী ডরমেটরি উদ্বোধন
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকায় প্রাণ-আরএফএল ইন্ড্রাস্টিয়াল পার্ক সংলগ্ন এলাকায় কারখানার নারী শ্রমিকদের জন্য আরএফএল ডরমেটরি তৈরি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৬টায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এই ডরমেটরির উদ্বোধন করেন।
প্রাণ-আরএফএলের প্রকৌশলী এস.এম সালাউদ্দিন কায়ছার জাগো নিউজকে জানান, কোম্পানির নিজস্ব উদ্যোগে নারী শ্রমিকদের থাকার জন্য ৩ কোটি ১৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয় দুটি দ্বিতল নারী ডরমেটরি ভবন। এতে ৪০টি কক্ষ রয়েছে। আর সেখানে প্রায় ৩ শতাধিক নারী শ্রমিকের থাকার ব্যবস্থা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাণের পরিচালক ইলিয়াছ মৃধা, জেনারেল ম্যানেজার (প্রশাসন) শামসুল আলম মিয়া, ব্যবস্থাপক (প্রশাসন) মো. আলমগীর হোসেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়াসহ প্রাণ-আরএফএলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আব্দুর রহমান আরমান/এমএএস/আরআইপি