জুয়া খেলায় ১৫ দিন জেল
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী এলাকায় জুয়া খেলার অপরাধে তিন জুয়াড়িকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার রাতে উপজেলা হলরুমে এ কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) নুর কুতুবুল আলম।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কবির জানান, জুয়াড়িদেরকে আজ সকালে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বুড়িমারী ইউনিয়নের আফজাল হোসেনের ছেলে ছামিউল ইসলাম (২০), একই ইউনিয়নের মৃত আব্দুল হাইয়ের ছেলে রহিম মিয়া (৩০) ও ইসলামপুর ঘাটেরপাড় এলাকার মৃত শহির উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বুড়িমারী উফারমারা গ্রামে জুয়ার আসর বসেছে এমন একটি খবরে থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জুয়াড়িকে হাতেনাতে আটক করে। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রক্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রবিউল হাসান/এফএ/এমএস