রংপুরে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি
রংপুরে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোর শুটিংয়ে দুই মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে রোববার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত মেয়র প্রার্থীদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনার সময় এ ঘটনা ঘটে। পরে পরিস্থতি শান্ত হলেও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রংপুর জিলা স্কুল মাঠে মেয়র প্রার্থীদের অংশগ্রহণে নাগরিকদের ভাবনা বিষয়ে উমুক্ত আলোচনার আয়োজন করে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থীর এক সমর্থকের বক্তব্য ঘিরে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন। এতে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উপস্থিত লোকজনেরা উভয় দলের সমর্থকদের শান্ত করলেও সেখানে উত্তেজনা দেখা দেয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মোক্তারুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়।
টকশোতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, বাসদ, এনপিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীরা অংশ নেন।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (অপারেশন) মোক্তারুল আলম জানান, আজকের অনুষ্ঠানের বিষয়ে পুলিশ প্রসাশনকে আগে থেকে জানানো হয়নি। খবর পেয়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থতি এখন স্বাভাবিক রয়েছে।
জিতু কবীর/এফএ/আইআই