৮ ঘণ্টা পর জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
ময়মনসিংহ-জামালপুর রেলপথের বিদ্যাগঞ্জ স্টেশনের কাছে তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রেলপথে ৮ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটলে বিকেল সোয়া ৪টা থেকে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ জংশনের স্টেশন সুপার জহিরুল হক।
তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী তেল বহনকারী মালবাহী ট্রেনটি সকাল সোয়া ৮টায় ময়মনসিংহ-জামালপুর রেলপথের বিদ্যাগঞ্জ স্টেশনের কাছে ট্রেনের ইঞ্জিনসহ ৪টি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে যথাসময়ে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে।
এ বিষয়ে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার গাউসুল মনির জানান, দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে ইঞ্জিনসহ লাইনচ্যুত ৪টি বগি উদ্ধার করা হয়েছে। বিকেল সোয়া ৪টা থেকে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এএম/আরআইপি