ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যানসহ ১৪ জন কারাগারে

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৭

রাঙ্গামাটিতে আওয়ামী লীগের দুই নেতাকে হত্যার চেষ্টা মামলায় গ্রেফতার বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান ও তার ছেলেসহ ১৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও তাদের রিমান্ড আবেদনের শুনানির তারিখ রোববার ধার্য করা হয়েছে।

দুই ঘটনায় দায়ের করা পৃথক মামলায় গ্রেফতাররা হলেন- বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা (৬৫), তার ছেলে সমর বিজয় চাকমা (২৮), স্থনীয় সুমন চাকমা (২৬), চন্দ্র বাবু তঞ্চঙ্গ্যা (৩৫), বীরময় চাকমা (৩৫), সুনীল কান্তি চাকমা (৪০), বুদ্ধি বিজয় তঞ্চঙ্গ্যা (৩২), রিটন চাকমা (২৬), বাবু চাকমা (২৭), মঙ্গল মণি চাকমা (২৬), সাধন চাকমা (২৭), রিকন চাকমা (২৮), কালঞ্জিৎ চাকমা (২৯) ও রূপম চাকমা (২৪)। বৃহস্পতিবার সন্ধ্যা ও রাতে অভিযান চালিয়ে রাঙ্গামাটি শহর এবং বিলাইছড়ি উপজেলা সদর হতে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া এবং বিলাইছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের জিআরও শাখায় দায়িত্বে থাকা কর্মকর্তা মিতু কুমার দে জানান, গ্রেফতার সবাইকে আদালতে হাজির করা হলে রাঙ্গামাটি চিফ জুডিসিয়াল আদালতের জ্যেষ্ঠ বিচারক জাহিদ আহমদ তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

তিনি জানান, বিলাইছড়ির রাসেল মারমাকে হত্যার চেষ্টার ঘটনায় করা মামলায় ৭ জন এবং রাঙ্গামাটি শহরের ঝরনা খীসসাকে হত্যার চেষ্টার ঘটনায় করা মামলায় ৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের মধ্যে ঝরনা খীসার মামলায় গ্রেফতারকৃত ৭ জনকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানিয়েছেন রাঙ্গামাটি কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার ও মামলার তদন্ত কর্মকর্তা লিমন বোস। তার আবেদনে পরবর্তী শুনানির তারিখ রোববার ধার্য করেছেন আদালত। বিলাইছড়ির রাসেল মারমার মামলায় গ্রেফতারদের পক্ষে বিপক্ষে কোনো আবেদন পাওয়া যায়নি। রোববার আসামিদের সবাইকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।

সুশীল প্রসাদ চাকমা/আরএআর/এমএস

আরও পড়ুন