ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৪২ এএম, ০৭ জুলাই ২০১৫

নওগাঁ সদর উপজেলার গোয়ালি গ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে একই পরিবারের দুই জনসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, এমতিয়াজ (২২), রতন (৩০) এবং বাবু (২৮)। অপর জনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের তয়েজ উদ্দিনের বাড়ির নির্মিত নতুন সেপটিক ট্যাংকের শাটারগুলো খোলার জন্য মিস্ত্রী ট্যাঙ্কির ভেতরে নামেন। অনেক সময় পার হলেও মিস্ত্রীর কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়িওয়ালার ছেলে এমতিয়াজ নীচে নামেন। পরপর দুইজন সেপটিক ট্যাংকে নামার পর কোনো সাড়া শব্দ না থাকায় স্থানীয়রা শাটারগুলো ভেঙে তাদের উদ্ধারের সময় আরো দুইজন সেপটিক ট্যাংকে পড়ে যান। এতে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়। নিহতদের নওগাঁ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

নওঁগা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জাগো নিউজকে সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমজেড/পিআর