ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, যাত্রীদের ভোগান্তি

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:৪৯ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

 

জয়দেবপুর রেলওয়ে জংশনের অদূরে (কলাপট্টি এলাকায়) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে নিয়ে লালমনিকে জয়দেবপুর জংশনে নিয়ে আসা হয়। এতে ওই দুই ট্রেনেরই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. শাহজাহান মিয়া জানান, রাত ১০টা ৩৭মিনিটের দিকে জংশনের উত্তরে কলাপট্টি এলাকায় লালমনি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে। পরে ময়মনসিংহগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ১০টা ৫৫ মিনিটে জয়দেবপুর জংশনে পৌঁছালে এর ইঞ্জিন খুলে লালমনি এক্সপ্রেস ট্রেনটি জংশনে নিয়ে আসা হয় ও ঢাকায় খবর দেয়া হয়।

জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. রাকিবুল হক জানান, রাত পৌণে একটার দিকে উদ্ধারকারী ইঞ্জিন জয়দেবপুর জংশনে পৌঁছে। পরে রাত একটার দিকে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের দিকে যাত্রা শুরু করে এবং সোয়া একটার দিকে উদ্ধারকারী ইঞ্জিন জয়দেবপুর জংশনে থাকা লালমনি এক্সপ্রেস ট্রেনটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ট্রেন বিকল হওয়ার পর ওই ট্রেন দুইটির যাত্রীরা সাময়িক ভোগান্তির শিকার হন। তবে অনেকেই বিকল্প পথে বাসে বা অন্য যানবাহনে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যান।

আলাউদ্দিন আহমেদ/এফএ/আইআই

আরও পড়ুন