বেনাপোলে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় বেনাপোল-কলকাতা প্রধান সড়কে ভারতীয় একটি পণ্যবাহী ট্রাক উল্টে ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর বিকেল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে বেনাপোল চেকপোস্টে আনসার ক্যাম্পের সামনে হঠাৎ করে ট্রাকটি উল্টে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আমদানি-রফতানি বাণিজ্যসহ পাসপোর্টধারী যাত্রীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
মো. জামাল হোসেন/এসএস/আরআই