ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

না. গঞ্জে বোমা হামলার ঘটনায় অভিযোগ গঠন

প্রকাশিত: ১০:৫৬ এএম, ০৬ জুলাই ২০১৫

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানকে হত্যার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বর্বরোচিত বোমা হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলার মধ্যে বিস্ফোরক আইনের মামলার অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিয়াজী শহীদুল আলম চৌধুরীর আদালতে শুনানি শেষে এ চার্জ গঠন করা হয়।

এদিন আদালতে বোমা হামলার ঘটনায় গ্রেফতারকৃত ও অভিযুক্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নান ও স্বেচ্ছাসেবক দলনেতা শাহাদাৎ হোসেন জুয়েলকে আদালতে উপস্থিত করা হয়।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুর রহমান জাগো নিউজকে জানান, সোমবার বিস্ফোরক আইনের মামলার চার্জ তথা অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ২ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

চার্জশিটভুক্ত ৬ জনের মধ্যে নারায়ণগঞ্জে ক্রসফায়ারে নিহত যুবদল ক্যাডার মমিনউল্লাহ ডেভিডের ভোট ভাই শাহাদাতউল্লাহ জুয়েল ও হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান গ্রেফতার রয়েছেন। পলাতক রয়েছে ওবায়দুল্লাহ রহমান। ভারতের দিল্লী কারাগারে আটক রয়েছেন সহোদর আনিসুল মোরসালিন ও মুহিবুল মুত্তাকিন। আর জামিনে আছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু। সোমবার আদালতে মুফতি হান্নান ও জুয়েলকে কঠোর নিরাপত্তায় হাজির করা হয়।

মো. শাহাদাৎ হোসেন/এসএস/আরআই