দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস সামাদ মন্ডল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আব্দুস সামাদ মন্ডল নীলফামারী উপজেলার পাটগাঁও গ্রামের মৃত মৌলভী আব্দুল করিমের ছেলে এবং দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতির রিডার রিপিয়ারম্যান।
কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, দিনাজপুরগামী ইউনাইটেড স্পেশাল বাসটি (ঢাকা মেট্রো ব-১৪-৩৮০৭) দিনাজপুর শহর থেকে দুই কিলোমিটর অদূরে বটতলী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক আব্দুস সামাদ মন্ডল আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, বাসের বাম্পারের নিচে আটকে থাকা মোটরসাইকেলসহ বাস চালক গাড়ি না থামিয়ে দুই কিলোমিটার পথ অতিক্রম করে কেন্দ্রীয় বাস টার্মিনালে বাস রেখে পালিয়ে যায়।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আবুল হাসনাত খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত আব্দুস সামাদ মন্ডল দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-০১ এর রিডার রিপিয়ারম্যান বলে জানা গেছে। বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিলন/এসএস/পিআর