খিচুড়িতে গরুর মাংস না দেয়ায় সংঘর্ষ : আহত ১২
পাবনার সাঁথিয়ায় খিচুড়িতে গরুর মাংস না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। রোববার উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাতেন সরদার (৫৫), গাজী সরদার (৩৬), রাসেল সরদার (৩০), খালেক সরদার (৩৮), আবু সাইদ (৩৮), দৌলত (২৮), নুরুন্নবী (৩০), মেরাজ (২৬) ও রইচ উদ্দিনসহ প্রায় ১২ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শনিবার রামচন্দ্রপুর গ্রামে একটি ইসলামি জলসার আয়োজন করা হয়। জলসার তদারকির দায়িত্বে থাকা রইচ উদ্দিন সরকারের নির্দেশে সেখানে মুরগির খিচুড়ি বিতরণ করা হয়। খিচুড়িতে গরুর মাংস না দেয়ায় রাতে লতিফ সরদার নামে আয়োজকদের একজনের সঙ্গে রইচের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে অন্তত ১২ জন আহত হন।
এফএ/জেআইএম