ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছিটমহলে বাড়ি বাড়ি গিয়ে যৌথ জরিপের কাজ শুরু

প্রকাশিত: ০৬:৫৩ এএম, ০৬ জুলাই ২০১৫

ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহলে সোমবার সকাল থেকে যৌথ জরিপ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শনিবার জরিপে অংশ নিতে বাংলাদেশ থেকে ৩৪ সদস্যের একটি দল ভারতে পৌঁছেছে। একই দিন ভারত থেকে বাংলাদেশে এসেছে ৬৮ সদস্যের একটি প্রতিনিধিদল।

সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়ে লালমনিরহাটে অবস্থিত ৫৯টি ছিটমহলের জনগণনা কাজ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ২০১১ সালে অনুষ্ঠিত যৌথ জনগণনার তথ্যকে মূল ভিত্তি করেই এবারের জরিপ অনুষ্ঠিত হচ্ছে। ওই জনগণনার পর ছিটমহলে কারো বিয়ে হয়েছে কী না, কেউ মারা গেছেন কী না, কোনো শিশুর জন্ম হয়েছে কী না এসব তথ্য সংগ্রহ করা হবে। জরিপের কাছ চলবে আগামী ১৬ জুলাই পর্যন্ত।



প্রতিটি ছিটমহলের বাড়ি বাড়ি গিয়ে এসব তথ্য সংগ্রহ করছেন জরিপকারীরা। বাংলাদেশের অভ্যন্তরে থাকা এসব ছিটমহলের বাসিন্দারা কোন দেশের নাগরিকত্ব গ্রহণ করবেন সে তথ্যও সংগ্রহ করবেন জরিপকারীরা। এছাড়াও নাগরিকত্ব নিয়ে কেউ ভারতে যেতে চাইলে তার ছবিও তুলে নেবেন জরিপকারীরা।

অপেক্ষাকৃত ছোট ছিটমহলগুলোতে প্রতিটির জন্য দুজন ভারতীয় এবং একজন বাংলাদেশি জরিপকারী কাজ করবেন। তাদের সহায়তায় থাকবেন একজন তত্ত্বাবধায়ক (সুপারভাইজার)। লোকসংখ্যা ও আয়তনের দিক থেকে বড় ছিটমহলগুলোতে এর দ্বিগুণ জরিপকারী কাজ করবেন।



ছিটমহল বাসিন্দা ছকবর আলী জাগো নিউজকে জানান, আমরা ছিটবাসীরা গণনার কাজে সহযোগিতা করছি। হাতীবান্ধা উপজেলা পরিসংখ্যান অফিসার (সুপারভাইজার) সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, সকাল ১০টা থেকে আমরা উত্তর গোতামারী ১৩৫ এর ১ ও ২ ছিটমহলে গিয়ে জরিপের কাজ করছি। এসময় প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেয়া হবে।

রবিউল হাসান/এমজেড/এমএস