ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজধানীতে চুরির ঘটনায় ভোলায় আটক ৪

প্রকাশিত: ০৫:১২ পিএম, ০৫ জুলাই ২০১৫

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের খাজা মার্কেটের সাতটি দোকানের চুরির ঘটনায় মার্কেটের চার নাইটগার্ডকে ভোলার ভেলুমিয়া চটকিমার থেকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চার লাখ ২৭ হাজার টাকা ও সাতটি মোবাইল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন ফখরুদ্দিন, তার ছেলে ইকবাল, আলাউদ্দিন, ইসমাইল। তাদের গ্রামের বাড়ি চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়নে। রোববার বিকেলে চারজনকেই ভোলা পুলিশ সুপার কার্যলয়ে নিয়ে আসে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামাম সাংবাদিকদের জানান, আসামিরা দীর্ঘদিন ধরে সিকিরিউটি গার্ড হিসেবে কাজ করতেন। ওই মার্কেটে চাকরির সুবাদে মার্কেটের তারা সবকিছু জানতেন। গত ২৫ জুন থেকে ২৭ জুন  গভীর রাতে মার্কেটের সাতটি দোকানের তালা ভেঙে ক্যাশ থেকে ৪৭ লাখ টাকা চুরি করে।

পরে সুকৌশলে তারা ভোলার ভেলুমিয়া চটকিমার এলাকায় ছেলের শ্বশুর বাড়িতে চলে আসেন। সেখানে ইতিমধ্যে জমি কিনে স্থায়ীভাবে থাকার পরিকল্পনা গ্রহণ করে তারা। গোপন সূত্রে পুলিশের ভেলুমিয়া ফাঁড়ির  পুলিশের সহায়তায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

আদিল হোসেন তপু/বিএ