জামালপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
জামালপুর-ময়মনসিংহ-ঢাকা ও জামালপুর-শেরপুর মহাসড়কের বানিয়া বাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার বানিয়া বাজার এলাকায় ত্রিমুখী সড়ক অবরোধ করে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
রোববার দুপুর ১২টা থেকে শহরের বানিয়া বাজার তিন রাস্তার মোড় এলাকায় ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে সড়ক সংস্কারের দাবিতে বক্তব্য রাখেন সাবেক পৌর কমিশনার মুসলিম উদ্দিন, নাসির উদ্দিন, আব্দুল আলিম, মামুন মিয়া, দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শহরের বানিয়া বাজার থেকে ডাকপাড়া চৌরাস্তার মোড় পর্যন্ত মহাসড়কটি গত কয়েক বছর ধরে খানাখন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কগুলো ডোবায় পরিণত হয়। অথচ এই সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, বাসসহ ভারী যানবাহন চলাচলের সময় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে মহাসড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও এ ব্যাপারে কোন প্রদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ।
শুভ্র মেহেদী/এসএস/এমএস