ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের আগে মহাসড়ক সচল করার দাবি

প্রকাশিত: ০২:১২ পিএম, ০৪ জুলাই ২০১৫

আসন্ন ঈদের আগে মহাসড়কগুলো সচল করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। শনিবার সীতাকুণ্ডে `পবিত্র ঈদে ঘরে ফেরা নিশ্চিত করতে মহাসড়কে যানজট নিরসনে করণীয় শীর্ষক মতবিনিময়` সভায় বক্তারা এ দাবির কথা জানান বক্তারা।

বক্তারা বলেন, মহাসড়কে দূর্বিষহ যানজট জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। যানজট নিরসনে চালক, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সম্মিলিত প্রচেষ্টার পাশাপাশি নৈতিকতার শিক্ষারও প্রয়োজন রয়েছে। ঈদের আগে মহাসড়কের সকল খানা-খন্দক মেরামত করা এবং চারলেন উম্মুক্ত করার জোর দাবি জানানো হয়।

সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১১টায় পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবক ও প্রবীণ রাজনৈতিকবিদ ডা. এখলাস উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় মুখ্য আলোচক ছিলেন পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা নায়েক (অব.) সফিউল আলম।

আলোচনা সভায় সীতাকুণ্ড ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফাজ উদ্দিন, কুমিরা মহিলা কলেজ অধ্যক্ষ নাছির উদ্দিন, শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও নারী নেত্রী সুরাইয়া বাকের, উত্তর জেলা ন্যাপ সভাপতি সন্তোষ কুমার চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলিম উল্ল্যাহ, কুমিরা হাইওয়ে পুলিশ ইনচার্জ জিল্লুর রহিম, ইঞ্জিনিয়ার শাহ আলম, পৌর প্যানেল মেয়র জুলফিকার আলী শামীম, পৌর কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু, মো.জহুরুল আলম, পৌর আওয়ামী লীগ সভাপতি বদিউল আলম, সাবেক কাউন্সিলর মাইমুন উদ্দিন মামুন, গল্পকার দেবাশীষ ভট্ট্রাচার্য, মহিলা কাউন্সিলর মাসুদা খায়ের, অধ্যাপক সাইফুল ইসলাম মোর্শেদ, উপজেলা সিএনজি অটোরিক্সা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন সভাপতি খায়রুল বশর, উপজেলা হিউম্যান হলার ও নাভানা ম্যাক্সি পরিবহন সভাপতি আবুল কাশেম, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী, সদস্য সচিব সবুজ শর্মা শাকিল, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন চৌধুরী মিঠু,সম্পাদক জামশেদ উদ্দিন ও নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।

বিএ/আরআইপি