লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
লক্ষ্মীপুরে অপহরণ ও ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফ হোসেনকে (২২) গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরিফ সদর উপজেলার রাজিবপুর গ্রামের হাফিজ উল্লাহর ছেলে।
র্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের উপ-পরিচালক কোম্পানি কমান্ডার মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী জানান, আরিফ এক কিশোরীকে কৌশলে অপহরণের পর ধর্ষণ করে ঢাকায় পালিয়ে যায়। শুক্রবার রাতে ঢাকা থেকে বাড়ি আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কাজল কায়েস/এআরএ/আরআইপি