ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৪:০০ পিএম, ২১ নভেম্বর ২০১৭

সুন্দরবনে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পলাশ মণ্ডল ওরফে গামা মণ্ডল (৪০) নামে এক বনদস্যু নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর ভায়লার খাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত পলাশ মণ্ডল সুন্দরবনের বনদস্যু মুন্না বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায়।

কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, কয়েকদিন আগে বনদস্যু পলাশ মণ্ডলসহ মুন্না বাহিনীর সদস্যরা এক জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। এ ঘটনায় কয়রা থানা পুলিশ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাসিয়া নদীর ভায়লার খাল এলাকায় অভিযান চালায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে মুন্না বাহিনীর সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। ঘণ্টাখানেক উভয় পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে মুন্না বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বনদস্যু পলাশ মণ্ডলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আলমগীর হান্নান/আরএআর/আইআই