ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় করাত কলে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ০৭:২৯ এএম, ০২ জুলাই ২০১৫

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে অবৈধ করাত কলে কাঠ চিরাই করতে গিয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় অকস্মাৎ করাতে লেগে ক্ষতবিক্ষত হয়ে রাতে হাসপাতালে মারা যান তিনি। নিহত শ্রমিকের নাম আবদু সাত্তার (২৬)। তিনি পালংখালীর ভাদীতলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, উখিয়ার পালংখালীর ভাদীতলা গ্রামের গোলম বারীর ছেলে মো. শফিকের মালিকাধীন অবৈধ করাত কলে শ্রমিকের কাজ করে আসছিলেন প্রতিবেশী আব্দু সাত্তার (২৬)। প্রতিদিনের মতো বুধবারও করাতে কাঠ চিরাইয়ে সহায়তা করছিল সাত্তার। অকস্মাৎ চলন্ত করাতে লেগে সাত্তার গুরুতর আহত হন। করাতে ক্ষত-বিক্ষত সাত্তারকে অন্য শ্রমিকরা মুমূর্ষু অবস্থায় দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয় বলে জানান নিহতের পরিবার।

করাত কলের মালিক শফিক ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, এটা একটা দুর্ঘটনা। তবে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান এ ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান।

উল্লেখ্য, বর্তমানে উখিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ২৩টির অধিক করাত কল কাঠ চেরাই করছে। বন ও পাড়ার ভেতর বসানো এসব করাতকলের সংশ্লিষ্ট বিভাগের বৈধ কোনো অনুমোদন নেই। দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিশেষ সহযোগিতায় চলা এসব করাত কল বন শূন্য করতে ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে।

সায়ীদ আলমগীর/এমজেড/পিআর