ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় পৃথক অভিযানে জিরা ও ফেনসিডিলসহ আটক ৩

প্রকাশিত: ০৭:০৬ এএম, ০২ জুলাই ২০১৫

নওগাঁয় পুলিশের পৃথক অভিযানে ভারত থেকে অবৈধভাবে আসা ১৪৫০ কেজি ভারতীয় জিরা এবং ৫৫০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ সদর থানায় এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

আটকরা হলেন, এনামুল হক ওরফে সেন্টু মেম্বার (৪৮) ও তার ছেলে ডালিম (২২)। তাদের বাড়ি পত্নীতলা উপজেলার ভোলাদিঘী গ্রামে। আরেকজন হলেন পিকআপ ভ্যান চালক নুর আলম ওরফে নিরু (২৬)। তিনি বগুড়া জেলার আটাপাড়া গ্রামের আবু কালামের ছেলে।

নওগাঁ সদর সার্কেলের সহকারী পলিশ সুপার কানাই লাল সরকার জানান, পুলিশ সুপার মো. মোজম্মেল হক পিপিএম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন হোসেনের সমন্বয়ে ফোর্সসহ নওগাঁ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আড়াইটার দিকে জেলার পত্নীতলা উপজেলার গৈরাকুড়ি মোড়ে অভিযান চালিয়ে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসময় ফেনসিডিল পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে এনামুল হক ওরফে সেন্টু মেম্বার এবং তার ছেলে ডালিম (২২)কে আটক করে পুলিশ।

অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত সাড়ে ১১টায় সহকারী উপ-পরিদর্শক (এএসপি) সদর সার্কেল কানাই লাল সরকারের নেতৃত্বে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম, এসআই কামরুল হাসান, টিএসআই আইনুল হক এবং এটিএসআই সিরাজুল ইসলামের সমন্বয়ে অভিযান চালিয়ে নওগাঁ শহরে টিনপট্টি থেকে ১৪৫০ কেজি জিরাসহ একটি পিকআপ আটক করা হয়েছে।

এসময় পুলিশ ওই পিকআপ ভ্যানের চালক নুর আলম ওরফে নিরুকে আটক করেছে। এ ব্যপারে নওগাঁ সদর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।

এসএস/পিআর