ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফের ৪ দিনের রিমান্ডে টিটু রায়

নিজস্ব প্রতিবেদক | রংপুর | প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৭

ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়ার ঘটনার মামলায় গ্রেফতার রংপুরের টিটু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে গঙ্গাচড়া বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল ইসলাম। শুনানি শেষে বিচারক আরিফুল ইসলাম চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার দুপুর দেড়টার দিকে পুলিশ টিটুকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালতের বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল ইসলাম দ্বিতীয় দফায় চারদিন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার ভোরে টিটুকে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা চিড়াভিজা এলাকার তার এক আত্মীয় কৈলাশ চন্দ্র রায়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়ার অভিযোগ এনে গত ৬ নভেম্বর রংপুর সদর উপজেলার খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মুদি দোকানি রাজু মিয়া গঙ্গাচড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে টিটু রায়ের (৪০) বিরুদ্ধে মামলা করেন। টিটু রায় খলেয়া ইউনিয়নের শলেয়াশাহ গ্রামের মৃত খগেন রায়ের ছেলে।

এরপর গত শুক্রবার (১০ নভেম্বর) জুমার নামাজের পর টিটু রায়ের ফাঁসির দাবিতে শলেয়াশাহ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে স্থানীয়রা।

পরে ঠাকুরবাড়ি গ্রামে হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক যুবক নিহত হয়। এ ঘটনায় আহত হয় পুলিশসহ ১৫ জন।

জিতু কবীর/এএম/জেআইএম

আরও পড়ুন