ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গৌরনদীতে সালিশ বৈঠকে সংঘর্ষ : নারীসহ আহত ১২

প্রকাশিত: ০৩:৩১ পিএম, ০১ জুলাই ২০১৫

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া বাজারে এক গ্রাম্য সালিশ বৈঠকে দু`পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত সাত জনকে বরিশাল শেবাচিম ও গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত, মুজাহিদ খান, ডলি বেগম, লিমা খানমকে বরিশাল শেবাচিম হাসাপাতালে ও চারজনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামের জমজম হাওলাদারের দু`টি পালিত কবুতর শুক্রবার রাতে হারিয়ে যায়। হারিয়ে যাওয়া কবুতরের সন্ধান পায় প্রতিবেশি মুজাহিদ খানের বাড়িতে। এ নিয়ে সকাল ১০টায় নলচিড়া বাজারে এক গ্রাম্য সালিশ বৈঠক বসে। সালিশ বৈঠকে মুজাহিদকে চোর অপবাদ দেয়ায় বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়।

গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, এ ব্যাপারে উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাইফ আমীন/এআরএ/আরআই