ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তিস্তার পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপরে

প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০১ জুলাই ২০১৫

তিস্তার পানি বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ৭টায় বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে ধেয়ে আসা ঢলে বুধবার বিকেল ৬টা পর্যন্ত তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার (৫২ দশমিক ৪০) ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।  এক ঘণ্টা পর তিস্তার পানি আরও ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৪২ সেন্টিমিটারে আসে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানায় ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পুর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র।  তিস্তার ভয়াবহ পরিস্থিতির বন্যায় তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষের ঘর-বাড়ি তলিয়ে যাচ্ছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্র বন্যা দুর্গত এলাকার লোকজন আশ্রয় নিচ্ছে মর্মে জানায় উপজেলা নিবাহী কর্মকর্তা রেজাউল করিম।

জাহেদুল ইসলাম/এমএএস/আরআইপি