ফেনীতে ভেজাল ওষুধ তৈরির কারখানায় জরিমানা
ফেনীতে অস্বাস্থ্যকর ও বিধিবহির্ভূত ওষুধ তৈরির দায়ে ছাদেক ফার্মাসিউটিকাল ইন্ডাস্ট্রি থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ভ্রাম্যমাণ আদালত বসে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের শ্রীপুরে ইউনানী ওষুধ তৈরি করে আসছে সাদেক ফার্মাসিউটিকাল ইন্ডাস্ট্রি নামের একটি কোম্পানি। মঙ্গলবার ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার কারখানাটি পরিদর্শনে অস্বাস্থ্যকর ও নিয়মবহির্ভূত ভাবে ওই কারখানায় ওষুধ উৎপাদনের বিষয়টি নিশ্চিত হন।
তাৎক্ষণিক তিনি কারখানার বৈধতা নিয়ে প্রশ্ন তুললে মালিক পক্ষ বুধবার সকালের মধ্যে সকল বৈধ কাগজপত্র ভ্রাম্যমাণ আদালতের কাছে উপস্থাপন করবেন বলে এক দিনের সময় নেন। বুধবার দুপুর পর্যন্ত সাদেক ফার্মাসিউটিকালের পক্ষে প্রয়োজনীয় সকল কাগজপত্র উপস্থাপন করতে কর্তৃপক্ষ ব্যর্থ হন। এছাড়াও নিয়ম বহির্ভূত ওষধ উৎপাদনের বিষয়টি মালিকপক্ষ দায় স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত এক লাখ টাকা জরিমানা ও আগামী এক মাসের মধ্যে ওষুধ উৎপাদনের যাবতীয় কাগজপত্রের কপি জমা দেয়ার নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার পি.কে.এম এনামুল করিম জানান, ওষুধ কারখানার বিধিতে মান নিয়ন্ত্রণ কর্মকর্তা ও উৎপাদন কর্মকর্তাদের সার্বক্ষণিক উপস্থিতির কথা বলা হলেও ওই কারখানায় দুই পদে কোনো লোকই কর্মরত নেই। এছাড়াও প্রতিষ্ঠানটিতে ইউনানী ওষুধ তৈরি হলেও বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
জহিরুল হক মিলু/এমএএস/আরআইপি