হোমনায় গ্যাসের তীব্র সংকট
কুমিল্লার হোমনায় তীব্র গ্যাস সংকটের ফলে আবাসিক গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। দীর্ঘদিন ধরে গ্যাসের চাপ কম থাকায় চুলা জ্বলে নিভু নিভু। এর কারণ হিসেবে গ্রাহকরা দায়ী করছেন, অবৈধ সংযোগকে। হোমনা উপজেলায় অবৈধভাবে কয়েক হাজার নতুন গ্যাস সংযোগ রয়েছে। গ্যাসের সংকট নিয়ে স্থানীয়রা বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের নিকট অভিযোগ করার পরও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।
জানা যায়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গৌরীপুর অফিস থেকে এরই মধ্যে কয়েকশ ফুট অবৈধ সংযোগকৃত পাইপ লাইন উচ্ছেদ করা হলেও রহস্যজনকভাবে থেমে নেই অবৈধ নতুন সংযোগ কার্যক্রম।
এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লি. গৌরীপুর অফিসের ইনচার্জ কমল ঘোষ জানান, হোমনায় গ্যাসের সংকটের কথা তার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোং লি. এর ডিজিএম আবুল বাশার জানান, `হোমনায় গ্যাসের সংকট হওয়ার কথা না, কারণ সেখানে গ্রীড লাইন থেকে সংযোগ দেওয়া হয়েছে। তবে যেসব এলাকায় অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে তা বিচ্ছিন্ন করতে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে।
কামাল উদ্দিন/এআরএ/আরআই