যুবদল কর্মী নিহতের ঘটনায় ২ ছাত্রলীগ কর্মী গ্রেফতার
রাজশাহী নগরীর মিয়াপাড়া এলাকায় ছাত্রলীগের দু`গ্রুপের মধ্যে সংঘর্ষে যুবদল কর্মী জীবন শেখ নিহতের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুর দেড়টার দিকে রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালুর ছেলে ও ছাত্রলীগ কর্মী আশিকুর রহমান তুহিন (১৮) এবং হোসেনীগঞ্জ এলাকার কালামের ছেলে ইসতিয়াক আহম্মেদ রনি (২৭)।
র্যাব- ৫ এর কোম্পানি কমান্ডার মেজর কামারুজ্জামান পাভেল জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকার একটি দোকান থেকে মামলার প্রধান আসামি আশিকুর রহমান তুহিন ও ইসতিয়াক আহম্মেদ রনিকে একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তারা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের র্যাব সদর দফতরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করা হবে।
উল্লেখ্য, ফেসবুকে রাজশাহী সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুল আরেফিন রবিনকে উদ্দেশ্য করে ইডিয়ট ও রাসকেল মন্তব্য করে একটি পোস্ট দেন মহানগর ছাত্রলীগের কর্মী ও আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর ছেলে আশিকুর রহমান তুহিন। আর এরই জের ধরে ২৮ মে রাত ১১টার দিকে রবিন দলবল নিয়ে তুহিনকে মারতে গেলে প্রতিপক্ষের গুলিতে যুবদল কর্মী জীবন শেখ নিহত হন।
এ ঘটনায় গত ৩০ মে দুপুরে নিহত জীবন শেখের বড় বোন শম্পা বাদি হয়ে রাসিক ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসানসহ পাঁচ জনের নাম উল্লেখ্য করে অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
শাহরিয়ার অনতু/এআরএ/আরআই