ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদকে সামনে রেখে খুলনার মাদক চোরাকারবারিরা সক্রিয়

প্রকাশিত: ১০:১০ এএম, ০১ জুলাই ২০১৫

ঈদকে সামনে রেখে চোরাকারবারিরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। অবৈধপথে আসা ভারতীয় পণ্যে খুলনা জেলার ডুমুরিয়া হয়ে খুলনা শহর সয়লাব হচ্ছে। ওই সকল পণ্যের আড়ালে দেদারছে আসছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। নিরাপদ রুট হিসেবে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক ব্যবহার করা হচ্ছে। এতে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহযোগিতা করছে বলেও একাধিক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ঈদের বাজারকে সামনে রেখে চোরাকারবারিরা ব্যাপকভাবে বেপোরোয়া হয়ে উঠেছে। সীমান্তের কাকডাঙ্গা ও ভোমরা বন্দর এলাকা দিয়ে অবৈধ পথে আসা ভারতীয় শাড়ি, থ্রি-পিচ, জিরা, স্টিল, জুতা, কসমেটিকসসহ বিভিন্ন প্রকার পণ্য খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

ওই সব পণ্যের আড়ালে থাকছে ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন প্রকার মরণব্যাধি মাদকদ্রব্য। চোরাকারবারিদের মূলহোতা হিসেবে কাজ করছে ডুমুরিয়ার মাহাবুর মোড়লসহ (৪০) তার আত্মীয়-স্বজনেরা। মাহবুরের একান্ত সহযোগী হিসেবে আছে রবিউল নামে এক যুবক। তার সঙ্গে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সক্রিয়ভাবে জড়িত আছে বলে অভিযোগ রয়েছে।

কাকডাঙ্গা এলাকা থেকে অবৈধভাবে আসা পণ্য কলোরোয়া-সরোজকাটি-কেশবপুর হয়ে চুকনগর বাজারের মধ্যদিয়ে শোলগাতিয়া ব্রীজ হয়ে নগরীর দৌলতপুর, খালিশপুর, বড়বাজার এলাকায় সয়লাব করা হচ্ছে। ভোমরা বন্দর এলাকা থেকে অবৈধপথে আসা পন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়ক হয়ে ডুমুরিয়া বাজার, বটিয়াঘাটা বাজারসহ ঢাকা এলাকায় সরবরাহ করা হচ্ছে। ওই পণ্যের মধ্যে নিরবে আসছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য।

এ ব্যাপারে ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, চোরাচালান প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। কোনো অবস্থাতেই চোরাকারবারিদের ছাড় দেওয়া হবে না।

আলমগীর হান্নান/এআরএ/আরআই