ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় আ.লীগের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০২:২৩ পিএম, ৩০ জুন ২০১৫

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আকতার জাহানকে ফুলদানি ছুড়ে মেরে লাঞ্ছিত করা এবং হামলা চালিয়ে সরকারি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আবু সফিয়ান শফিকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত সোমবার রাতে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহকারী রুহুল আমিন বাদী হয়ে কোতয়ালি থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে, বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, দলীয় নেতা মামুন, রাশেদ ও জুয়েলসহ অজ্ঞাতনামা আরও ৩৬ জনকে।  

বগুড়া সদর থানা পুলিশের ওসি আবুল বাশার মামলা রেকর্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত রোববার বিকেলে সদর উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির (কাবিখা) ডিও (ডেলিভেরি অর্ডার) আটকে রাখার অভিযোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আকতারকে লাঞ্ছিত ও তার কার্যালয়ে ভাঙচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

লিমন বাসার/এমএএস/আরআইপি