চলতে চলতে ইঞ্জিন থেকে ছুটে গেল বগি
সিলেটের মোগলাবাজারে চলন্ত অবস্থায় পারাবত আন্তঃনগর ট্রেনের বগি থেকে ইঞ্জিন ছুটে গেছে। রোববার বেলা পৌনে ৩টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেন বিকেল তিনটার দিকে মোগলাবাজার রেল স্টেশনের কাছাকাছি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ট্রেনের যাত্রীরা।
সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার কাজী শহীদুর রহমান জানান, বেলা ৩টায় সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়া পরাবাত ট্রেন মোগলবাজার স্টেশনে ঢোকার পূর্ব মুহূর্তে ইঞ্জিনের সঙ্গে বগিকে যুক্ত রাখা পাইপ (হুইস পাইপ) খুলে যায়। এতে ইঞ্জিন থেকে বগি আলাদা হয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই থেমে যায় ট্রেন। এতে কোনো ক্ষয়ক্ষতি হয় নি জানিয়ে স্টেশন ম্যানেজার বলেন, ১৫/২০ মিনিট পর ওই পাইপ আবার যুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, আচমকা ইঞ্জিন বগি থেকে আলাদা হয়ে যাওয়ায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই ট্রেনের ভেতর ছুটোছুটি শুরু করেন বলে জানান ওই ট্রেনের একাধিক যাত্রী। ট্রেনের ভেতরের যাত্রীরা জানালা দিয়ে হঠাৎ দেখতে পান ট্রেনের বগি থামলেও ছুটে চলছে ইঞ্জিন।
ঢাকাগামী ওই ট্রেনের যাত্রী মোহাইমিনুল ইসলাম মাহী জানান, সিলেট স্টেশন ছেড়ে যাওয়ার ১০ মিনিট পর দেখতে পান দ্রুতগতিতে চলতে থাকা ট্রেনটির গতি কমে গিয়েছে। তখন তারা মনে করেছিলেন লাইনের সংস্কার কাজের জন্য ট্রেনটি ধীরগতিতে চলছে। তবে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখেন ট্রেনটি ইঞ্জিন ছাড়া চলছে আর ইঞ্জিনটি বগি রেখে অনেকদূর চলে গেছে। পরে মোগলাবাজার স্টেশনের ঢোকার আগে ট্রেনটি থেমে যায়। এ সময় ট্রেনে থাকা অনেক যাত্রী উৎকণ্ঠিত হয়ে পড়েন।
তিনি আরও জানান, ইঞ্জিন প্রায় ২ কিলোমিটার দূরে চলে যাওয়ার পর চালক বিষয়টি বুঝতে পারেন। পরে বগির সঙ্গে আবার ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যের উদ্যেশে ছেড়ে যায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি।
ছামির মাহমুদ/এমএএস/জেআইএম