ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কাওড়াকান্দি লঞ্চ ঘাটে টোল আদায় নিয়ে অস্পষ্টতা

প্রকাশিত: ১০:০৫ এএম, ৩০ জুন ২০১৫

গত বছরের ১ জুলাই থেকে দেশের সকল ঘাটের ইজারা ব্যবস্থা বাতিল করে ঘাটের টোল ফ্রি করে দেয়ার ঘোষণা দেয় বিআইডব্লিউটিএ। গত বছর এ ঘোষণার পর থেকে আরিচা-দৌলদিয়া ও মাওয়া লঞ্চঘাটসহ দেশের প্রায় সকল গুরুত্বপূর্ণ ঘাটে যাত্রীদের টোল ফ্রি করা হয়। কিন্ত দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার কাওড়াকান্দি ঘাটের জেলা পরিষদের ইজারা বহাল থাকার কারণে ওই ঘাটে চলতি বছরে (কাওড়াকান্দি) টোল পদ্ধতি বহাল থাকে।

এ বছরও ১ জুলাই থেকে মাদারীপুরের কাওড়াকান্দি লঞ্চ ঘাটের জেলা পরিষদের টোল আদায় চলবে, না বন্ধ করে দেয়া হবে তা নিয়ে স্পষ্ট কিছু বলতে পারছে না সংশ্লিষ্ট কেউ। এ বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।

এ ব্যাপারে মাদারীপুর জেলা পরিষদের ইজারাদার আবদুল হাই শিকদার জাগো নিউজকে জানান, এ বছর জেলা পরিষদ ইজারা দেয়নি। তবে জেলা পরিষদ আমাদের কাছ থেকে প্রতি বছর ইজারা প্রদান বাবদ যে পরিমাণ টাকা পায়, নির্ধারিত সময়ের মধ্যে সেই পরিমাণ টাকা বিআইডব্লিউটিএর কাছ থেকে না পেলে হয়তো জেলা পরিষদ খাস কালেকশন করবে। আর এ কারণে ১ জুলাই থেকে এ ঘাটে হয়ত যাত্রীদের টোল ফ্রি নাও হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সেই ক্ষেত্রে যাত্রীদের জেলা পরিষদের পূর্ব নির্ধারিত ৩ টাকা করে টোল দিতে হতে পারে।

তিনি আরো জানান, আমি এ বছর বিআইডব্লিউটি এর ইজারাদার। স্পিডবোটের যাত্রীদের কাছ থেকে স্পিডবোট ভাড়ার সঙ্গে  ২ টাকা করে বিআইডব্লিউটি এর টোল আদায় করতে পারবো। উল্লেখ্য, গত বছরগুলোতে জেলা পরিষদের ইজারাদার নেয়ার কারণে জেলা পরিষদের ৩ টাকা এবং বিআইডব্লিউটিএর ২ টাকা অর্থাৎ ৫ টাকার পরিবর্তে প্রায় বছর জুড়েই প্রতি যাত্রীর কাছ থেকে ১০ টাকা টোল নিতো ঘাট কতৃপক্ষ।
 
অপরদিকে বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের কর্মকর্তা মো. সোলেমান মিয়া জাগো নিউজকে জানান, এ বছর মাদারীপুর জেলা পরিষদ ইজারা প্রদান করে নাই। সে কারণে ১ জুলাই থেকে জেলা পরিষদের পূর্ব নির্ধারিত যাত্রী প্রতি ৩ টাকার টোল আদায় আর থাকছে না। বিআইডব্লিউটিএর নির্ধারিত ২ টাকা যথা নিয়মেই আদায় করা হবে। তবে আপাতত অতিরিক্ত জনবল না থাকায় ভিন্ন করে টোল আদায় সম্ভব হচ্ছে না। বর্তমান লঞ্চ ভাড়া ৩৩ টাকার সঙ্গে আরো ২ টাকা যোগ করে ৩৫ টাকা নেয়া হবে।     

এ কে এম নাসিরুল হক/এমজেড/এমআরআই