ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে পানি খেয়ে এক শ্রমিকের মৃত্যু: আহত অর্ধশত

প্রকাশিত: ০৭:৫১ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার ট্যাংকি থেকে সরবরাহ করা পানি পান করে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের গাজীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেয়া হয়েছে।

কারখানা সূত্র জানায়, আজ শনিবার সকালে মহানগরের ভোগড়া বাইপাস এলাকার ম্যাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস কারখানায় ট্যাংকি থেকে ট্যাপে সরবরাহ করা পানি পান করে হঠাৎই  শ্রমিকরা অসুস্থ হয়ে যায়। তারা কিছুক্ষণের মাঝেই বমি করতে থাকে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। এ ঘটনায় পর কারখনাটি বন্ধ ঘোষণা করা হয়।