ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে ৪ বাংলাদেশি আহত

প্রকাশিত: ০৭:৪২ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি চার গরু ব্যবসায়ী আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে সীমান্তের ৩৮০/৩ পিলার এলাকায়  ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
 
আহতরা হলেন- বেউরঝাড়ি চরইগেদী গ্রামের আজিমুদ্দিনের ছেলে তোজাম্মেল হোসেন (২২), একই গ্রামের ছলিম উদ্দিনের ছেলে মাহামুদ মিস্টার আহম্মদ (২৬), দবির উদ্দিনের ছেলে সাদেকুল ইসলাম (৩৫) ও আনাবুল হকের ছেলে দিলু মোহাম্মদ (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই চার গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে সেদেশের সীমানায় প্রবেশের চেষ্টা করছিলেন। এসময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তারা ফিরে এসে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

ঠাকুরগাঁও-৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ইন্টেলিজেন্ট অফিসার মেজর তৌহিদ ৪ বাংলাদেশির গুলিবিদ্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।