ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে হত্যা মামলায় ব্যবসায়ীকে জড়ানোর অভিযোগ

প্রকাশিত: ১১:৪১ এএম, ২৯ জুন ২০১৫

গাজীপুর মহানগরীর টঙ্গীতে এক ঝুট ব্যবসায়ীকে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সোমবার গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী কামরুল ইসলাম কামু বলেন, তিনি টঙ্গী থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক। টঙ্গীর এরশাদ নগর (বাস্তহারা বস্তি) এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় ব্যবসায়ী এবং টঙ্গী থানার এক উপ-পরিদর্শক`র (এসআই) রোষানলে পড়েন তিনি। গত ১১ এপ্রিল ওই এসআই তার বিরুদ্ধে মাদক মামলা করেন। পরে বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানালে মামলা থেকে তাকে অব্যহতি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে রাসেল হত্যা মামলার বাদি সুরিয়া বেগম, রাসেলের বাবা সেলিম মিয়াও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৬ মে রাতে টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী ও পুলিশের সোর্স রাসেলকে মাদক ব্যবসায়ীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় টঙ্গী থানায় মামলা করতে যান রাসেলের মা সুরিয়া বেগম। এ সময় ওই এসআই তাকে না জানিয়ে ব্যবসায়ী কামরুলকে হত্যা মামলার আসামি করে।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর