ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজশাহীতে এ বছর ফিতরা ৫০ টাকা নির্ধারণ

প্রকাশিত: ০৭:১৯ এএম, ২৯ জুন ২০১৫

রাজশাহী মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য এ বছরের ফিতরা ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সকালে আল জামিয়া আল ইসলামিয়া কাসেমী মাদ্রাসার মোহতামীম আলহাজ্ব মাওলানা ছলিমুদ্দিন কাসেমী এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী জামেয়া ইসলামীয়া শাহ মখদুম মাদ্রাসায় ফিতরার পরিমাণ নির্ধারণ সংক্রান্ত এক জরুরি পরামর্শ সভায় গত রাতে এ সিদ্ধান্ত নেয়া হয়।  

সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহীর বাজারে ৩০ টাকা কেজি গমের দাম হিসেবে ১ কেজি ৬৫০ গ্রাম  গমের মূল্য হিসেবে ৫০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়। এছাড়া খেজুরের দাম ৬৬০ টাকা ও কিসমিসের দামে ১ হাজার ৩২০ টাকা সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়।

ফিতরা নির্ধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ও জামেয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসা সভাপতি জাকির হোসেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সদস্য সচিব ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র রেজাউন নবী দুদু, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুস সাকুর, হযরত শাহ মখদুম দরগাহ মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

শাহরিয়ার অনতু/এমজেড/এমএস