নালিতাবাড়ীতে কৃষকদের মানববন্ধন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের ৭৯ জন কৃষকের নামে অগ্রণী ব্যাংক থেকে ভূয়া ঋণ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রতিবাদে রোববার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগি কৃষকরা। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের ঋণ থেকে অব্যাহতি প্রদানের দাবি জানিয়েছেন।
কৃষকরা জানান, গত অর্থবছরে স্থানীয় অগ্রণী ব্যাংক থেকে এক হাজার পাঁচশত কৃষকের মাঝে তিন কোটি টাকার কৃষি ঋণ ও পল্লী ঋণ বিতরণ করা হয়। এর মধ্যে শতাধিক কৃষকের নামে ভূয়া ঋণ দেখিয়ে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শাহজাদা মিয়া, আইও আব্দুল লতিফ ও স্থানীয় দালাল চক্র মিলে অর্থ আত্মসাৎ করে। তারা দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের ঋণ থেকে অব্যাহতি প্রদানের দাবি জানান।
বৃষ্টিকে উপেক্ষা করে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে ঋণ জালিয়াতির ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন কৃষক আসাদুজ্জামান আসাদ ও আশরাফুল আলম।
হাকিম বাবুল/এমএএস/আরআই