ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লাকসামে টেঁটাবিদ্ধ হয়ে ২ জন নিহত

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৭:৫৬ এএম, ২৮ জুন ২০১৫

কুমিল্লার লাকসামে পূর্ব শক্রতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার শ্রীয়াং গ্রামের সফিকুর রহমানের ছেলে আবদুর রহিম (৩০) ও আবদুল মন্নানের ছেলে সুলতান (২৮)। রোববার সকালে তারা মারা যান।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জাগো নিউজকে জানান, শ্রীয়াং-এ সংঘর্ষে ২ জন নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীয়াং গ্রামের সাইফুল গ্রুপ ও সেলিম গ্রুপের মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের লাকসামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গুরুতর আহত আবদুর রহিম ও সুলতানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

কামাল উদ্দিন/এমজেড/পিআর