ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-কিশোরগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

প্রকাশিত: ০৩:৩৬ এএম, ২৮ জুন ২০১৫

পরিবহন শ্রমিকদের বিরোধের জের ধরে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার বিকেল থেকে লাগাতার বাস ধর্মঘট শুরু হয়। এর ফলে আন্তঃজেলা গাইটাল বাসস্ট্যান্ডসহ সকল স্ট্যান্ড থেকে বন্ধ হয়ে যায় বাস চলাচল। এ দিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা।

জেলা সড়ক পরিবহন নেতা আলমগীর মুরাদ রেজা জাগো নিউজকে জানান, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের নির্বাচনকে সামনে রেখে শ্রমিকদের দু’টি অংশ মুখোমুখি অবস্থান নেয়। এর জের ধরে সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. কাঞ্চন মিয়া মালিক-শ্রমিকদের জিম্মি করে যখন-তখন বাস বন্ধ করে দেন। শনিবার হঠাৎ করে তিনি ঢাকাগামী বাস চলাচলে বাঁধা সৃষ্টি করেন।

এ ঘটনার প্রতিবাদে বিকেলে জেলা সড়ক ভবনে জরুরি বৈঠকে বসে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। বৈঠকে শ্রমিক নেতা কাঞ্চনকে আটক না করার আগ পর্যন্ত কিশোরগঞ্জ-ঢাকা সড়কে বাস চলাচল বন্ধ করা হয়।

নূর মোহাম্মদ/এমজেড/এমএস