ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত: ০৩:১৭ এএম, ২৬ জুন ২০১৫

বান্দরবান শহরের বনরূপা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- দুই ভাই বোন-আলিপ (১১) ও মিম (৮)।

এ সময় তাদের বাবা আবদুর রাজ্জাক ও মা আহত হন। তারাও ঘুমন্ত অবস্থায় ছিলেন। আহত আবদুর রাজ্জাককে সদর বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা যায়, জেলা শহরের বনরুপা পাড়ার স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক শুক্রবার রাতে স্ব-পরিবারে ঘুমাচ্ছিলেন । এ সময় পাহাড়ের মাটি বিকট শব্দ করে তার বাড়ির উপরে পড়ে । এতে ঘরের মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকা আব্দুর রাজ্জাকের দুই সন্তান আলিপ ও মিম মাটির নিচে চাপা পড়ে মারা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় দমকল বাহিনী পাহাড়ের মাটি সরিয়ে শিশু দুইটির মরদেহ উদ্ধার করে।
 
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুস সাত্তার জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উক্ত এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

এদিকে, টানা বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ি ঢলে তিনদিন ধরে বান্দরবান-চট্টগ্রাম সড়ক প্লাবিত হওয়ায়  সারাদেশের সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
 
প্রসঙ্গত, এর আগে পাহাড় ধসে ২০০৬ সালে বান্দরবান জেলা সদরে মারা যান তিনজন, ২০০৯ সালে লামা উপজেলায় শিশুসহ ১০ জন, ২০১০ সালে নাইক্ষ্যংছড়ি উপজেলায় পাঁচজন, ২০১১ সালে রোয়াংছড়ি উপজেলায় দুইজন, ২০১২ সালে লামা উপজেলায় ১৭ জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১০ জন মারা গেছেন।

সৈকত দাশ/এআরএ/এআরএস/এমএস