ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে আহত ২০

প্রকাশিত: ০৭:২১ এএম, ২৫ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সিন্ধুরা ও শালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৬ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, হাজী রশিদ মিয়া (৫৮), আলফাজ মিয়া (৫৫), তানিয়া (২০), নুসরাত জাহান মাওয়া (০৩), নুরুল ইসলাম (৪৮) ও শফিক (২৫)। বাকিদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে একটি পাগলা কুকুর সদর উপজেলার সিন্ধুরা ও শালগাঁও গ্রামের অন্তত ২০ জনকে কামড় দেয়। পরে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর পাগলা কুকুরটিকে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আজহারুর রহমান জাগো নিউজকে জানান, আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আহতরা হাপাতালের পর্যক্ষেণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/পিআর