ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় যুবদলের মিছিলে পুলিশের গুলি, আহত ৪

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৪ অক্টোবর ২০১৭

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে মঙ্গলবার কুমিল্লায় ছাত্রদল-যুবদলের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

পুলিশের বাধা উপেক্ষা করে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ করাকালে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় পুলিশের সঙ্গে ছাত্রদল-যুবদল কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ছাত্রদলের দাবি এতে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ ৪ জন আহত হয়েছেন।

এর আগে নগরীর রামঘাট থেকে কান্দিরপাড় মিছিল নিয়ে আসে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার বলেন, পুলিশ বিনাকারণে তাদের মিছিলে হামলা করে। এতে মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবুসহ ৪ জন আহত হন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি করায় তাদের সরে যেতে বলা হয়। তারা বাধা না মেনে পুলিশের উপর ইট-পাটকেল ছুঁড়ে মারে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৫ রাউন্ড ফাঁকা গুলি চালায়।

কামাল উদ্দিন/এমএএস/এমএস