ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি লাঞ্ছিত
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা সদর হাসপাতালের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো. ইমরান খানের হাতে লাঞ্ছিত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে জেলা সদর হাসপাতালে ডা. ইমরানের কক্ষে এ ঘটনা ঘটে।
প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা জাগো নিউজকে জানান, দুপুরে তিনি তার ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য সদর হাসপাতালে যান। পরে সিরিয়াল মেনে অনেক সময় পর তিনি ডা. ইমরানের কক্ষে প্রবেশ করেন। এ সময় ডা. ইমরান তার কিছু দালালের সঙ্গে প্রাইভেট ক্লিনিক যাওয়ার কথা বলে।
ডা. ইমরানকে উদ্দেশ্যে করে মিজানুর রেজা বলেন, তার রুমে অন্য চারজন লোক কারা। এই কথা বলার সঙ্গে সঙ্গেই ডা. ইমরান ক্ষেপে যান। একপর্যায়ে মিজানুর রেজা নিজেকে প্রেসক্লাব সভাপতি পরিচয় দিলে ডা. ইমরান আরো ক্ষেপে গিয়ে সাংবাদিকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে থাকেন।
এ নিয়ে মিজানুর রেজার সঙ্গে ডা. ইমরানের তুমুল তর্ক-বিতর্ক হয়। পরে ঘটনার খবর পেয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ হাসপাতালে গেলে তাদের সঙ্গেও খারাপ আচরণ করেন ডা. ইমরান।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মো. আকরামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামির পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা আগামী এক সপ্তাহের মধ্যে ডা. ইমরান ও সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আকবর হোসেন চৌধুরীর অপসারণের দাবি জানান।
এ ব্যাপারে জানতে ডা. মো. ইমরান খানের মুঠোফোন ফোন দেওয়া হলে তার সহকারী ফোন রিসিভ করে বলেন, স্যার এখন ব্যস্ত আছেন, কারো সঙ্গে কথা বলতে পারবেন না।
উল্লেখ্য, এর আগে গত ১ ফেব্রুয়ারি দুপুরে পেশাগত দায়িত্ব পালনে হাসপাতালের জরুরি বিভাগে গেলে প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন ও চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল মামুনকে পেটাতে তাদের দিকে তেড়ে আসেন চিকিৎসক ইমরান খান। এ ঘটনায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হলে এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া তার অপচিকিৎসার শিকার হয়ে গত ২ জুন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের চৈতেন সরকারের মেয়ে ও কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর এলাকার দেবেন্দ্র চন্দ্র বিশ্বাসের স্ত্রী বীনা সরকার (২৭) মারা যায়।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি