কক্সবাজারে দুর্ধর্ষ ডাকাতি : আহত ২
কক্সবাজার সদরের ইসলামাবাদে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ২ জন আহত হয়েছেন। এসময় ডাকাতদল গুলি করে স্বর্ণালঙ্কারসহ ৭ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার রাত দু’টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, গৃহকর্তা ছাবেরের স্ত্রী রেহেনা (৪৫) ও পুত্রবধূ মেরি (১৯)।
স্থানীয় সূত্র জানায়, পশ্চিম গজালিয়ার আবুল কাশেমের ছেলে ছাবের আহমদের বাড়ির দরজা ভেঙে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মূল্যবান কাগজপত্র ও মালামাল লুট করে। এসময় বাধা দেয়ার চেষ্টা করায় ডাকাতরা বাড়ির দু’নারীকে মারধর করে আহত করে।
এছাড়া, ছাবেরের বাড়ি লুটের পর ডাকাতদল পার্শ্ববর্তী আবদুর রহিমের ছেলে মুবিনের বাড়িতেও হানা দিয়ে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় বৃষ্টি হওয়ায় কাউকে ডাকাও সম্ভব হয়নি বলে জানিয়েছেন ডাকাতির শিকার ছাবের আহমদের ছেলে শহিদুল। সকালে খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিরুল ঘটনাস্থলে যান।
কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, ডাকাতদের ধরতে ঈদগাঁও পুলিশের অভিযান জোরদার করতে নির্দেশ দেয়া হয়েছে।
সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি