বেশি দামে সার বিক্রি করায় দুই ব্যবসায়ীর জরিমানা
বাগেরহাটের দুই সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কৃষি বিপণন অধিদফতর। সোমবার দুপুরে জেলার কচুয়া উপজেলা সদরে ও গজালিয়া বাজারে দুই ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি দামে সার বিক্রির অপরাধে এ জরিমানা করা হয়।
এ সময় কচুয়া সদরের সার ব্যবসায়ী মেসার্স দত্ত ব্রাদার্সের মালিক বিমল দত্তকে ২৫ হাজার এবং গজালিয়া বাজারের উর্মি এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসানকে ২৫ হাজার টাকা জরিমানা করে।
কৃষি বিপণন অধিদফতরের বাজার কর্মকর্তা মো. সুজাত হোসেন খান বলেন, সরকার নির্ধারিত ২৫ টাকা মূল্যে ডিএপি স্যার বিক্রির কথা। কিন্তু ওই দুই ব্যবসায়ী ৩০ টাকা মূল্যে ডিএপি সার বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পেয়ে তাদেরকে জরিমানা করি। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, বাগেরহাটের সহকারী পরিচালক শিাহিনুর আলম উপস্থিত ছিলেন।
শওকত আলী বাবু/এএম/আইআই