ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাংবাদিকদের সঙ্গে বিসিএস শিক্ষা সমিতির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ১২:১৬ পিএম, ২২ অক্টোবর ২০১৭

চার দফা দাবি নিয়ে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বিসিএস শিক্ষা সমিতি। রোববার দুপুরে রাজশাহী কলেজের শিক্ষক মিলনায়তনে এ মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিসিএস শিক্ষা সমিতি রাজশাহী জেলা ইউনিটের সভাপতি ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান।

এতে বক্তব্য রাখেন ইউনিট সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক আনিসুজ্জামান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং রাজশাহী মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ও সিটি কলেজের অধ্যাপক প্রফেসর কামরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. খন্দকার মুজাহিদুল হক।

সভায় বিসিএস ছাড়া ক্যাডার সার্ভিস নয়, জাতীয়করণের জন্য ঘোষিত বেসরকারি শিক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর অনুশাসন আদেশ হিসেবে জারিসহ চার দফা দাবি তুলে ধরেন বক্তারা। একই সঙ্গে আগামী ১৬ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নেরও আহ্বান জানান।

ফেরদৌস/এমএএস/আইআই