দু’দিন পর সচল শিমুলিয়া নৌ-রুট
বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকার প্রায় ২ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ-রুটে ফেরিসহ লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
রোববার সকাল থেকে এ রুটের নৌযান চলাচল স্বাভাবিক হয়। এর আগে শুক্রবার দুপুর থেকে লঞ্চ ও স্পিডবোট ও রাত ১০টা থেকে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, গত বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে পদ্মা উত্তাল হতে থাকে। কয়েক দফা স্বল্পপরিসরে ফেরি চলাচল করলেও পরবর্তীতে তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরো জানান, রোববার সকাল থেকে আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ অন্যান্য নৌযান স্বাভাবিকভাবে চলাচল করছে। ছোট-বড় মিলিয়ে ১০ থেকে ১২টি ফেরি ঘাট এলাকায় প্রস্তুত রয়েছে যানবাহনসহ যাত্রী পারাপারের জন্য।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএম