ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘট

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৮:০৯ এএম, ০৫ জুলাই ২০১৪

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক চালককে দণ্ড দেয়ার প্রতিবাদে সুনামগঞ্জ জেলায় পরিবহন ধর্মঘট ডেকেছে জেলা শ্রমিক ইউনিয়ন। শনিবার সকাল থেকেই সুনামগঞ্জের অভ্যন্তরীণ সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া ওই চালকের মুক্তির দাবিতে শহরের ওয়েজখালী বাসস্টেশন এলাকায় বিক্ষোভ করছেন শ্রমিকরা।

শুক্রবার রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা এই ধর্মঘটের ঘোষণা দেন।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাহার জানান, দণ্ডপ্রাপ্ত চালককে মুক্তি না দেয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে।

এদিকে পরিবহন ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন শতশত যাত্রী। গন্তব্যস্থলের গাড়ি না পেয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

গত ৩০ জুন সিলেট-সুনামগঞ্জ সড়কে দিরাই রাস্তা মোড়ে ভ্রাম্যমাণ আদালতের সিগন্যাল অমান্য করায় সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম ওই বাসের চালক আবুল কাশেমকে এক মাসের দণ্ড দেন।