ফতুল্লার পাগলায় ট্রেন-লেগুনা সংঘর্ষে নিহত ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী একটি হিউম্যান হলারের সঙ্গে ট্রেনের ধাক্কায় ৫ জনের মৃত্যু হয়েছে। এসময় আরো ১২ জন আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোমবার রাত পৌনে ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ পাগলার রসুলপুর রেল লাইনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) কুদ্দুস মিয়া জাগো নিউজকে জানান, পোস্তগোলা হতে পাগলা রসুলপুল এলাকা পর্যন্ত হিউম্যান হলার চলাচল করে। সোমবার রাতে পোস্তগোলা থেকে ছেড়ে আসা ১২-১৫ জন যাত্রীবাহী একটি হিউম্যান হলার পাগলা ভাঙারপুল এলাকাতে আসলে কমলাপুর থেকে নারায়ণগঞ্জগামী ট্রেনের আগে যাওয়ার চেষ্টা করে। দ্রুত হিউম্যান হলারটি যেতে ব্যর্থ হলে ট্রেন সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে রেলাইনের পাশে পড়ে যায় হিউম্যান হলারটি। ওই সময়ে আশপাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এতে আহত হন হিউম্যান হলার চালকসহ আশপাশে থাকা বেশ কয়েকজন।
তাদের মধ্যে ঘটনাস্থলেই একজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জনের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে ৩ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, আব্দুল আজাদের ছেলে শাহজাহান (৩৫), আব্দুল হকের ছেলে ভ্যানচালক সিদ্দিকুর রহমান (৪০) ও দিনমজুর বিশ্বজিৎ দাস।
এদিকে পোস্তগোলা হতে পাগলা রসুলপুল এলাকা পর্যন্ত হিউম্যান হলার অবৈধ রেলক্রসিংয়ের মাধ্যমে চলাচল করে আসছিল। আর অবৈধ রেলক্রসিংয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
মো.শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস