ফেনীতে আটক পুলিশ কর্মকর্তা রিমান্ডে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইয়াবাসহ আটক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সঙ্গে গাড়িচালক জাবেদ আলীর দু`দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। সোমবার ফেনী জেলা আদালতের জোষ্ঠ্য বিচারক আলমগীর মো. ফারুকী এ নির্দেশ দেন।
পুলিশ জানায়, ইয়াবাসহ আটকদের রোববার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৭ ফেনী মডেল থানায় হস্তান্তর করে। পরে সোমবার দুপুরে মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান আটকদের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত পুলিশ কর্মকর্তা মাহফুজের তিন দিন ও জাবেদের দু`দিনের রিমান্ড মঞ্জুর করে।
উল্লেখ্য, এর আগে রোববার ভোরে ফেনী সদরের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপুলে ৬ লাখ ৮০ হাজার পিস ইয়াবাসহ এএসআই মাহফুজ ও গাড়িচালক জাবেদ আলীকে আটক করে র্যাব-৭।
জহিরুল হক মিলু/এআরএ/পিআর