ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফায়ার সার্ভিসের গাড়ি খাদে পড়ে আহত ৪

প্রকাশিত: ০৯:০৬ এএম, ২২ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ফায়ার সার্ভিসের এক পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহ্বাজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের সহকারী মেকানিক মহসিন মিয়া, সঞ্জয় চন্দ্র মজুমদার, স্টোর সহকারী জাকির হোসেন ও পিকআপ ভ্যান চালক মাহবুবব হোসেন। আহতদের সবার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ জাগো নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকালে ঢাকা থেকে উদ্ধার কাজে ব্যবহৃত সামগ্রী নিয়ে ফায়ার সার্ভিসের একটি পিকআপ ভ্যান সিলেট যাচ্ছিল। পথিমধ্যে সরাইল উপজেলার শাহ্বাজপুর এলাকায় পেছন দিন থেকে আসা অপর একটি ট্রাক পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপ ভ্যানটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা ৪ জন গুরুতর আহত হন। পরে আহতদেরকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/এমএস