ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে টিসিবির পণ্যের মান নিয়ে শঙ্কা

প্রকাশিত: ০৬:২৪ এএম, ২২ জুন ২০১৫

পবিত্র রমজান উপলক্ষে নড়াইলে টিসিবির (ট্রেড কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্য ৫ লিটারের ফাটা ক্যানে ময়লাযুক্ত ও অপরিষ্কার তেল এসেছে। ২ বছর পূর্বে এ তেল উৎপাদনের তারিখ লেখা রয়েছে। সেই হিসেবে তেলের মেয়াদ উত্তীর্ণের তারিখ রয়েছে মাত্র ২ মাস। মুশুর ডাল ছেড়া-ফাঁটা বস্তায় দেয়া হয়েছে। পরিমাণেও কম। এ অভিযোগ করেছেন নড়াইল টিসিবির এক ডিলার।

জানা গেছে, রমজানকে কেন্দ্র করে ৩৭ জন টিসিবির ডিলারের মধ্যে এখনো পর্যন্ত মাত্র এক জন টিসিবির পণ্য তুলেছেন। টিসিবির ডিলার মেসার্স শেখ প্রান্তর এন্টারপ্রাইজ রমজান উপলক্ষে সয়াবিন তেল, চিনি, মুশুর ডাল ও ছোলা তুলেছেন।

সরেজমিনে ৫ লিটারের ফ্রেশ সয়াবিন তেলের ৬-৭টি ক্যান  ফাটা দেখা গেছে। এগুলো থেকে তেল পড়ে গেছে। কোনো কোনটিতে তেল নেই। সামান্য থাকলেও তাতে ময়লা। ক্যানের গায়ে কালো মোটা ময়লা দাগ পড়ে গেছে। ফ্রেশ ৫ লিটার তেলের ক্যানে উৎপাদনের তারিখ লেখা রয়েছে ২০/০৮/২০১৩ এবং ২ বছরের মধ্যে এ তেল ব্যবহারের কথা বলা হয়েছে।

মেসার্স শেখ প্রান্তর এন্টারপ্রাইজের স্বত্তাধিকারি টিসিবির ডিলার শেখ শামসুজ্জামান খোকন জাগো নিউজকে জানান, রমজান উপলক্ষে প্রথম চালানে শুধু ৫ লিটারের ফ্রেশ সয়বিন তেল তুললেও অনেক তেলের ক্যান ফাটা, গন্ধ ও ময়লাযুক্ত তেল এবং ইদুরের বিষ্টার গন্ধ। তেল আনার পর কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও কোনো সমাধান হয়নি। আশঙ্কা করা যাচ্ছে ১৩শ লিটারের মধ্যে আনুমানিক ১শ লিটার তেল কম পড়তে পারে। মুশুরের গুণগতমাণ ভালো হলেও ছেড়া-ফাটা বস্তায় দেয়ার জন্য পরিমাণেও কম এসেছে।

এ ব্যাপারে টিসিবি, আঞ্চলিক কার্যালয়, খুলনার অফিস প্রধান উপ-ঊর্ধ্বতন কার্য নির্বাহী মো. রবিউল মোর্শেদ মেয়াদের ব্যাপারে জাগো নিউজকে জানান, এ তেল রমজানের জন্য আনা। এখনো ২ মাসের মেয়াদ রয়েছে। আমরা আশা করছি রোজার পর এই তেল আর কেউ ব্যবহার করবেন না। এসব মালামাল ডিলারের দেখে নেয়া উচিত ছিল। এর জন্য কর্তৃপক্ষ দায়ি নয়।

নড়াইল জেলা মার্কেটিং অফিসার মো. শরিফুল ইসলাম জাগো নিউজকে জানান জেলায় ১৮ জন ডিলারের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১ জন টিসিবির পণ্য তুলেছেন। রমজান উপলক্ষে সম্প্রতি এক মিটিংয়ে সব ডিলারদের টিসিবি পণ্য তুলতে বলা হলেও ডিলাররা জানিয়েছেন, বাজার রেট এবং টিসিবি রেট প্রায় একই হওয়ায় তারা পণ্য তুলতে আগ্রহী নন।

বাজার মনিটরিংয়ের দায়িত্বে থাকা এ কর্মকর্তা বলেন, তেলের ক্যানে ময়লা, পরিমাণে কম বা কোনো সমস্যা রয়েছে কিনা তা আমার জানা নেই।

হাফিজুল নিলু/এমজেড/এমএস